বাঞ্ছারামপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আনন্দ র‍্যালী

উপজেলা পর্যায়ে ২২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসটি) স্থাপন (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি ২১/০১/২০২০ ইং তারিখে একনেক সভায় অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান ও শহরে আনন্দ র‌্যালী করেছে বাঞ্ছারামপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

আজ সোমবার বিকেলে বাঞ্ছারামপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির কপিটি বাঞ্ছারামপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের হাতে হস্তান্তর করা হয়। এর আগে উপজেলা পর্যায়ে ৩২৯টি নতুন সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য ২০৫২৫.৬৯ কোটি টাকার মেগা প্রকল্প একনেকে পাশ করায় শহরে আনন্দ র‌্যালী বের করা হয়। অধ্যক্ষের নের্তৃত্বে আনন্দ র‌্যালীতে যোগদেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।